ফের কলকাতায় প্রকাশ্য রাস্তার উপর খুনের ঘটনা। কেলসি থানা এলাকার তারদায় নিহত ওই ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম ভোলা শেখ। বয়স আনুমানিক ৩৫ বছর। নিহতের পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। দেহ উদ্ধার করে সিএনএমসিতে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তদন্তে নেমে পারিবারিক কোনও বচসার জেরে খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের।

প্রসঙ্গত এর আগে, চিৎপুরে সাতসকালে জনবহুল রাস্তায় এলোপাথারি কোপে খুন হয়ে যান এক যুবক। মৃতের নাম শেখ দুলাল। উত্তর কলকাতার কাশীপুরের বাসিন্দা ছিলেন তিনি। চিৎপুর রোডে তাঁকে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপর পুলিস যখন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তখন বছর উনত্রিশের ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। চিৎপুরের পর ময়দানে ফের প্রকাশ্য রাস্তায় এক যুবককে ছুরি দিয়ে কোপানোর ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা যায়, ময়দান এলাকায় ২ যুবক বচসায় জড়িয়ে পড়েন। একজন অন্যজনের উপরে ছুরি নিয়ে হামলা চালায়। পুলিস সূত্রে খবর, ওই ২ যুবক কেটারিংয়ের কাজ করেন। তাদের মধ্যে টাকা পয়সা নিয়ে ঝামেলা হয়। তার জেরেই সৌরভ মল্লিক নামে এক যুবক অপর যুবকের উপরে ছুরি নিয়ে হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন বছর ত্রিশ-চল্লিশের ওই যুবক।

এরপর যুবকের গলায় কাঁচির কোপ! খুনের অভিযোগে উত্তাল হয়ে ওঠে চিংড়িঘাটা। সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে এই ঘটনা বলে জানা গিয়েছে। শহরের উপকণ্ঠে চিংড়িঘাটার বাসন্তী দেবী কলোনিতে ঘটে খুনের এই ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি পুজোর শোভাযাত্রায় সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে স্থানীয় যুবকদের মধ্যে বচসা বাধে। শনিবার গভীর রাতে এই ঘটনা ঘটে। সাহেব আলি (২৪) নামে এক যুবকের গলায় হঠাৎই কাঁচি চালিয়ে দেয় বিট্টু নামের এক যুবক। ঘটনাস্থলেই প্রাণ হারায় সাহেব আলি নামে ওই যুবক। অভিযুক্ত বিট্টুকে গ্রেফতার করেছে পুলিস।
আরও পড়ুন:কবে থেকে শুরু সংসদের শীতকালীন অধিবেশন? দিনক্ষণ ঘোষণা মোদি সরকারের











































































































































