সলমন খানকে ‘ভাই’ সম্বোধন করে বিপাকে পাঞ্জাবি গায়ক জিপ্পি গরিওয়াল।তাকে চমকে দেওয়ার পাশাপাশি, সলমন খানকেও নিশানা করল কুখ্যাত গ্যাংস্টার। এবার তার বাড়িতে এলোপাথাড়ি গুলি চলল।সৌজন্যে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। জানা গিয়েছে, শনিবার কানাডায় ভেনক্যুভারের হোয়াইট রক এরিয়ায় তার বাড়ির সামনে হামলা চালায় একদল দুষ্কৃতী। এর পরই কুখ্যাত লরেন্স ঘটনার দায় স্বীকার করে। এভাবেই ফের শাসালো ওই কুখ্যাত গ্যাংস্টার। এমনকী,আরও একধাপ এগিয়ে সোশ্যাল মিডিয়ায় সলমনকে উদ্দেশ্য করে এক বার্তা দেয় সে। কোনওরকম রাকঢাক না করেই সরাসরি লেখেন, ‘তুমি তো সলমন খানকে ভাই বলে ডাকো। এবার তোমার ভাইয়ের সময় এসেছে তোমাকে বাঁচানোর। এই বার্তাটি তার জন্যও।’
এর পাশাপাশি,সলমনের উদ্দেশে তার বার্তা, ‘সলমন একদম ভেবো না যে দাউদ তোমাকে বাঁচাবে। এবার কেউ বাঁচাতে পারবে না তোমাকে। সিদ্ধু মুসেওয়ালার মৃত্যুর পর তোমার নাটকীয় প্রতিক্রিয়া সবাই নজর করেছে। আমরা সকলেই জানি ও কীরকম অপরাধী ছিল। কী ধরনের অপরাধ করেছিল। সিদ্ধুর জন্যও তোমার মন কেঁদে উঠেছিল, তাই বেশি শোক করেছিলে। সলমন এখন কিন্তু তুমি আমাদের হাতের নাগালে। এটা ট্রেলার দেখালাম। এবার পুরো সিনেমা দেখানো বাকি। যে দেশে যাওয়ার ইচ্ছে যাও। মৃত্যুর জন্য কোনও ভিসার প্রয়োজন হয় না। ওটা অপ্রত্যাশিতভাবেই আসে।’
জিপ্পি বা সলমন, কেউই বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি।যদিও এবারই প্রথম নয়। বছর খানেক ধরেই ভাইজানকে খুনের হুমকি দিয়ে আসছে বিষ্ণোই গ্যাং মাস্টার লরেন্স।এবার প্রকাশ্যে শাসানোয় বিষয়টি বাড়তি গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন।





































































































































