উত্তরকাশী টানেল অ.পারেশনে এবার AI-এর সাহায্য নিচ্ছে প্রশাসন

0
1

উত্তরাখণ্ডের টানেলে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এর সাহায্য নিতে চলেছে প্রশাসন। উদ্ধার অভিযান দ্রুত অগ্রগতির সঙ্গে সম্পন্ন করতে রোবোটিক্স বিশেষজ্ঞ মিলিন্দ রাজ সোমবার বলেছেন, আটকে পড়া কর্মীদের মানসিক সুস্থতা রোবটের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। এর জন্য দেশীয় প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। মিলিন্দ রাজ আরও জানিয়েছেন, ইন্টারনেট পরিষেবাও দেওয়া হবে। এই রেসকিউ রোবোটিক সিস্টেম মিথেনের মতো ভিতরের বিপজ্জনক গ্যাস শনাক্ত করতে সাহায্য করবে।

এদিকে দুই সপ্তাহেরও বেশি উত্তরাখণ্ডের সিল্কিয়ারা ট্যানেলে ৪১ জন শ্রমিক আটকে থাকায় সোমবার উত্তরাখণ্ডের ওই সুড়ঙ্গ পরিদর্শনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রিন্সিপাল সেক্রেটারি পি কে মিশ্র। আটকে থাকা শ্রমিকদের সঙ্গে তিনি টেলিফোনের মাধ্যমে কথা বলেন এবং তাঁদের বের করে আনার আশ্বাস দেন।

আরও পড়ুন- এসএসকেএমের ম.র্গ থেকে ব.ন্দির দে.হ উধাও, মা.মলা হাইকোর্টে