২০ বছরে গাজায় পা দেননি ইজরায়েলের কোনও প্রধানমন্ত্রী। ইজরায়েল-হামাস যুদ্ধবিরতি চলার মাঝেই রবিবার গাজায় যান নেতানিয়াহু। কথা বলেন সেখানকার ইজরায়েলি সেনা আধিকারিকদের সঙ্গে। চলতি সামরিক পরিস্থিতিতে তাঁর এই সফরকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
গাজার মাটিতে দাঁড়িয়েই প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠনটিকে হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেন, জয় না পাওয়া পর্যন্ত এই লড়াই চলবে। তিনি বলেছেন, কোনও কিছুই আমাদের আটকে রাখতে পারবে না। কারণ আমরা বুঝতে পেরেছি যে, আমাদের কাছে শক্তি আছে, ইচ্ছা আছে, অঙ্গীকার আছে। তাই যুদ্ধে যে লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি, তাতে আমরা সফল হবই।
এদিকে সাময়িক যুদ্ধবিরতির তৃতীয় দিনে গতকাল রবিবার গাজা উপত্যকা থেকে আরও ১৭ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এর মধ্যে ৪ বছর বয়সী এক মার্কিন শিশুও আছে। একই দিন ৩৯ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইজরায়েল।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস বলেছে, গতকাল তারা ১৩ জন ইজরায়েলি, ৩ জন থাই এবং ১ জন রুশ নাগরিককে হস্তান্তর করেছে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেডক্রস বলেছে, গাজা থেকে মুক্তি পাওয়া ১৭ জিম্মিকে তারা সফলভাবে স্থানান্তর করেছে।





































































































































