কোনও ছাত্রছাত্রী অর্থের অভাবে যাতে পিছিয়ে না পরে, সেই উদ্দেশ্য নিয়ে এগিয়ে এল পশ্চিমবঙ্গ মারোয়াড়ি সম্মেলনী শিক্ষা কোষ।
শনিবার এক অনুষ্ঠানে তাদের ঘোষণা, ৬৭০পড়ুয়াদের স্টাইপেন দেওয়া হবে। কর্তৃপক্ষ জানান, এখনও পর্যন্ত ১৫ হাজার ছাত্রছাত্রীদের অর্থিকভাবে সাহায্য করা হয়েছে। এছাড়া সুন্দরবন অঞ্চলের বিভিন্ন ছাত্রছাত্রীদেরও বই, খাতা ও ইউনিফর্ম দেওয়া হয়েছে।
প্রসঙ্গত , ১৯৫৬ সালে এই সংগঠনের প্রতিষ্ঠা হয়। শনিবার ৫৫টি স্কুলকে আর্থিক সাহায্য করা হয়। জ্ঞানভারতী স্কুল, রত্নাকর নর্থ পয়েন্ট স্কুল, বালিকা শিক্ষা সদন এদের মধ্যে অন্যতম।
শোভন দেব চট্টোপাধ্যায় বলেন , পশ্চিমবঙ্গ মারওয়াড়ি সম্মেলন শিক্ষা কোষ-এর এই উদ্যোগকে সাধুবাদ জানাই । আপনারা ভগবানের সেবা করছেন। পড়ুয়াদের প্রতিষ্ঠিত হতে সাহায্য করছেন।
পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন , ছাত্রছাত্রীদের পড়াশোনায়ে উৎসাহ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ মারওয়াড়ি সম্মেলন শিক্ষা কোষকে ধন্যবাদ । ছাত্রছাত্রীদের নিজেদের জীবনের লক্ষ্য ঠিক করতে হবে ।





































































































































