IAU আন্তর্জাতিক সম্মেলনে প্রতিনিধিত্ব করলেন অধ্যাপক ড. সমিত রায় (Sumit Ray)। ২৫ নভেম্বর থেকে দোহা শহরের কাতার বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে এই সম্মেলন। সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষাবিদরা এই সম্মেলনে যোগ দেন।
অত্যন্ত মর্যাদাপূর্ণ IAU আন্তর্জাতিক সম্মেলন। ২৫ তারিখ থেকে শুরু হওয়া এই সম্মেলন ২৭ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। অত্যন্ত অভিনব অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্টরা অংশ নিয়েছেন। বিশিষ্টদের এই সমাবেশে উজ্জ্বল উপস্থিতি ছিল অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের আচার্য সমিত রায়ের (Sumit Ray)। বোর্ড সদস্যদের সঙ্গে সম্মেলনে যোগ দেন তিনি। অংশগ্রহণকারীদের গঠনমূলক আলোচনায় সম্মেলেন ফলপ্রসূ হয়েছে।