২৬/১১ নিয়ে ‘মন কি বাত’ অনুষ্ঠানে আবেগপ্রবণ মোদি

0
1

২০১২ সালের ২৬ নভেম্বর দিনটা ছিল দেশের জন্য একটা কালো দিন। মুম্বই হামলার ক্ষত এখনও দগদগে। নয় নয় করে তারপর পার হয়ে গিয়েছে এক দশক। ১১ বছর আগে এই দিনে মুম্বই বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ও নৃশংস সন্ত্রাসবাদী হামলার শিকার হয়। লস্কর-ই-তইবার ১০ জন সন্ত্রাসবাসী এই হামলা চালায়।

সেই ভয়ংকর ঘটনার বর্ষপূর্তিতে আক্রান্তদের পাশে দাঁড়িয়ে স্মৃতিচারণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ১০৬তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে তিনি বললেন, আমরা কোনও দিনই এই দিনটাকে ভুলতে পারব না। এদিনই সেই ঘৃণ্য জঙ্গি হামলা হয়েছিল।

এরই পাশাপাশি তিনি বললেন, ইউপিআই লেনদেন গত কয়েক মাসে বেড়েছে। আমার আর্জি আপনারা ইউপিআই লেনদেনই করুন আগামী মাসগুলিতে। আপনারা আপনাদের অভিজ্ঞতার কথা আমাকে লিখে জানান। সেই সঙ্গে ৩১ অক্টোবর থেকে শুরু হতে চলা দেশব্যাপী ‘মেরা যুব ভারত’ কর্মসূচির ঘোষণাও করতে দেখা গিয়েছে তাঁকে।

প্রধানমন্ত্রী বলেন, এই বছরে দেশ যা অর্জন করেছে সেই প্রাপ্তি সীমাহীন। সেই সঙ্গে স্বচ্ছতা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান, স্বচ্ছতা কোনও একদিনের প্রকল্প নয়। তা সারা জীবনেরই অংশ।এদিন মোদি দাবি করেন, তাঁর অনুষ্ঠানটিকে কেন্দ্র করে দেশে রেডিওর জনপ্রিয়তা নতুন করে বেড়েছে। তাঁর কথায়, এই অনুষ্ঠান রেডিওর প্রতি দেশের মানুষের আগ্রহ বাড়িয়েছে।