বল ভেবে খেলতে গিয়ে বো.মার আঘা.তে হাত উ.ড়ল কিশোরের!

0
1

বোমা বিস্ফোরণে গুরুতর জখম ১৪ বছরের কিশোর। আজ সকালে দেগঙ্গা থানার (Deganga police station) দক্ষিণ কলসুর গ্রামের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় শাহনাজ তরফদার নামে এক ব্যক্তির জমিতে একটি বস্তায় বেশ কয়েকটি তাজা বোমা রাখা ছিল। সুতলি বাঁধা গোলাকৃতির ওই বোমাগুলিকে বল ভেবে খেলতে যায় কিশোর। সেই সময়ে আচমকা বিস্ফোরণ (Bomb blast) ঘটে। তাতেই তাঁর হাত উড়ে যায়।

দিনমজুর পরিবারের ছেলে ওই কিশোর।গুরুতর আহত অবস্থায় তাঁকে দেগঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দ্রুত স্থানান্তরিত করা হয় বারাসত জেলা হাসপাতালে। কে বা কারা বোমা জমায়েত করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ।