কার্যত গ্যাস চেম্বার! বি.ষাক্ত বাতাসে শ্বাস নিতে বাধ্য হচ্ছে দিল্লি, আশার বাণী পরিবেশমন্ত্রীর

0
3

নানা নিষেধাজ্ঞা সত্ত্বে দেদার আতসবাজি ফেটেছে দেওয়ালিতে। আর এখন তরাই মাসুল গুছে রাজধানী। কার্যত গ্যাস চেম্বার পরিণতি হয়েছে দিল্লি। টানা এক মাস ধরে বিষাক্ত বাতাসে শ্বাস নিতে বাধ্য হচ্ছেন দিল্লিবাসী। ১০ নভেম্বর একদিনের বৃষ্টি থেকে মানুষ কিছুটা স্বস্তি পেলেও আবারও বিষাক্ত বায়ু দূষণে মানুষের নিঃশ্বাস নেওয়াই দুস্কর হয়ে পড়েছে দিল্লি এবং এনসিআরে। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের (CPCB) মতে, রবিবার সকালে Delhi-NCR-এ বাতাসের গুণগত মান বেশ কিছু জায়গায়  ৪৮০  ছাড়িয়ে গিয়েছে।

  • আনন্দ বিহারে AQI ছিল ৪৭০
  • আরকে পুরমে ৪৫০
  • পাঞ্জাবি বাগে ৪৩০
  • আইটিওতে ৪১০

আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েকদিনের মধ্যে দিল্লি-এনসিআরে দূষণের পাশাপাশি কুয়াশাও দেখা দিতে শুরু করবে। দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই বলেছেন, “গত দুই থেকে তিন দিনে দূষণ বেড়েছে। কিন্তু আজ আমরা ‘সিভিয়ার ক্যাটাগরি’ থেকে বেরিয়ে এসেছি। আজ থেকে বাতাসের গতিবেগ বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হচ্ছে। রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। বাতাসের মানের উন্নতি হবে এবং আগামী দু’দিনের মধ্যে বাতাসের মান উন্নত হবে।” আশা মন্ত্রীর।