ইসলামবিরোধী বলে বরাবরই পরিচিত ছিলেন তিনি। সাম্প্রতিক সময়ে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনাও উজ্জ্বল হয়েছে ‘পপুলিস্ট পার্টি ফর ফ্রিডম’ পার্টির নেতা গির্ট উইল্ডার্সের। তাঁর মুখেই এবার বিতর্কিত মন্তব্য! এক ভিডিও বার্তায় উইল্ডার্সকে বলতে শোনা গেল, যে মুসলিমরা গণতন্ত্র মানেন না তাঁরা যেন এই দেশ ছেড়ে চলে যান। ভিডিওটি প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই বিতর্ক শুরু হয়েছে।
প্রকাশ্যে আসা ওই ভিডিওতে উইল্ডার্সকে বলতে শোনা যাচ্ছে, “নেদারল্যান্ডসের (Netherlands) মুসলিমদের প্রতি আমার একটি বার্তা। যাঁরা আমাদের স্বাধীনতা, আমাদের গণতন্ত্র ও মূল্যবোধকে সম্মান করে না, যাঁরা ধর্মনিরপেক্ষ আইনের থেকে কোরানের আইনকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন। এঁদের সংখ্যা অনেক বেশি। প্রফের কুম্পান্সের গবেষণা দেখিয়েছে তা ৭ লক্ষ। ওঁদের প্রতি আমার বার্তা, গেট আউট। অন্য কোনও ইসলামিক দেশে চলে যান। তাহলে সেখানে ইসলামিক শাসন পাবেন। এটা ওদের আইন। আমাদের নয়।”
উল্লেখ্য, প্রফেট মহম্মদকে নিয়ে নুপূর শর্মার বিতর্কিত মন্তব্যে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হওয়ার সময়ে সরাসরি নুপূরের পাশে দাঁড়িয়েছিলেন গির্ট উইল্ডার্স। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছিলেন, “নুপূর শর্মা (Nupur Sharma) একজন নায়ক, যিনি সত্যিটা বলেছিলেন। গোটা বিশ্বের তাঁর উপরে গর্ব হওয়া উচিত। ওঁকে নোবেল পুরস্কার দেওয়া উচিত।” এবার প্রধানমন্ত্রী পদে বসার আগে মুসলিমদের দেশ ছাড়ার বার্তা দিয়ে ফের বিতর্কে জড়ালেন নেদারল্যান্ডসের হবু প্রধানমন্ত্রী।