যাবতীয় স্বচ্ছতা বজায় রেখে চলতি বছরের টেট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগামী সপ্তাহে বৈঠকে বসতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২৯শে নভেম্বর বেলা ৩টেয় এই বৈঠক হবে। বৈঠকে জেলা পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানরা উপস্থিত থাকবেন বলে পর্ষদ সূত্রে জানা গিয়েছে।
আগামী ১০ ডিসেম্বর এ বছরের টেট হওয়ার কথা। তাই পরীক্ষা ঘিরে সব ধরনের জটিলতা কাটাতে বৈঠকে বসছে পর্ষদ। স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা সম্পন্ন করতে প্রয়োজনীয় কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। ২০১৭ ও ২০২২ সালের টেট উত্তীর্ণরা এখনও পর্যন্ত চাকরি পাননি। এই অবস্থায় ২০২৩ সালের টেট নিয়ে প্রশ্ন উঠেছে। এ প্রসঙ্গে পর্ষদের বক্তব্য, কেন্দ্রের আইনে যেহেতু প্রতি বছর টেট নেওয়ার কথা বলা রয়েছে, তাই ২০২৩ সালেও পরীক্ষা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন- মডেল বাংলা: মমতার দেখানো পথেই ৫ রাজ্যে ভোট বৈতরণী পারের চেষ্টা শাসক-বিরোধী উভয়েরই