বি.ক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের উপর নি.র্বিঘ্নে ভোট মিটল মরুরাজ্যে!

0
1

টানা কয়েক সপ্তাহের হাই ভোল্টেজ প্রচারের পর শনিবার কড়া নিরাপত্তায় সম্পন্ন হল রাজস্থান বিধানসভার ভোটগ্রহণ পর্ব। ২০০টি আসনের মধ্যে ১৯৯টিতে রাজস্থান বিধানসভার একদফায় ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হল শনিবার। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বিকাল ৫টা পর্যন্ত রাজস্থানে ৬৮.২৪ শতাংশ ভোট পড়েছে। মোট ৫,২৬,৯০,১৪৬ জন ভোটার ১,৮৭৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করতে এদিন তাদের ভোট দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে বিক্ষিপ্ত কিছু হিংসার ঘটনাও সামনে এসেছে। ধোলপুরের বারিতে বুথ ক্যাপচারিং করার চেষ্টার অভিযোগ করা হয়, চুরুর তারানগরে গুলি চালানো এবং পাথর ছোড়ার পরে ওইসব এলাকায় বিক্ষিপ্ত কিছু উত্তেজনারও সৃষ্টি হয় ভোটদানকে কেন্দ্র করে ।

সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলে । নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ৩ ডিসেম্বর। শ্রীগঙ্গানগরের করনপুর আসন থেকে কংগ্রেস প্রার্থী এবং বর্তমান বিধায়ক গুরমিত সিং কুনারের মৃত্যুর কারণে এই এলাকার নির্বাচন স্থগিত করা হয়েছে। রাজস্থানে এবারের নির্বাচনে ১৮-৩০ বছর বয়সী ১,৭০,৯৯,৩৩৪ জন ভোটার রয়েছে। তাদের মধ্যে ২২,৬১,০০৮ জন ১৮-১৯ বছর বয়সী নতুন ভোটার।
এদিকে এদিন উদয়পুরে ভোট দেওয়ার সময় মৃত্যু হয় এক বৃদ্ধের। সেক্টর ৪ সেন্ট অ্যান্টনি স্কুলে হৃদরোগে আক্রান্ত হয়ে৭০ বছর বয়সী ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে।

এবারের নির্বাচনে কংগ্রেস এর হেভিওয়েট নেতাদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট, রাজ্য কংগ্রেসের প্রধান গোবিন্দ সিং দোতাসরা, বিধানসভার স্পিকার সিপি জোশী এবং প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী শচীন পাইলট। মন্ত্রী শচীন পাইলট। অন্যদিকে বিজেপির তরফে হেভিওয়েট হিসাবে এবারের প্রার্থী, বিরোধী দলের নেতা রাজেন্দ্র রাঠোর, বিরোধী দলের উপনেতা এবং প্রাক্তন রাজ্য সভাপতি সতীশ পুনিয়া, প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে, সাংসদ দিয়া কুমারী, রাজ্যবর্ধন রাঠোর, বাবা বালাকনাথ এবং কিরোদি লাল মীনা ।

আরও পড়ুন- বিচারপতিদের স.ততা প্রসঙ্গে মুখ খুললেন সুপ্রিম কোর্টের বিচারপতিই