চিৎপুরের পর এবার ময়দান। ফের শহরে প্রকাশ্য রাস্তায় ভয়ঙ্কর ঘটনা। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে ধাওয়া করে ছুরি নিয়ে হামলা চালায় এক দুষ্কৃতী। পেটে ছুরি মারা হয় অনুমানিক ৩০ বছরের ওই ব্যক্তিকে। অচৈতন্য অবস্থায় তাঁকে এসএসকেএমে নিয়ে যাওয়া ওই যুবককে। শনিবার দুপুর পৌনে দুটো নাগাদ ঘটনাটি ঘটে। অভিযুক্তকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করে পুলিশ।

জখম যুবক নিমতা এলাকার বাসিন্দা। অভিযুক্ত যুবক ও তিনি একই জায়গায় কাজ করতেন বলে খবর। এদিন ময়দান চত্বরে দুজনে বাদানুবাদে জড়িয়ে পড়েন। এরপর একটি ছোট ছুরি নিয়ে সৌরভকে আক্রমণ করেন অভিয়ুক্ত।







































































































































