অ.ভিযোগ জানাতে গিয়ে জুটল মা.র! কা.ঠগড়ায় নাকাশিপাড়ার IC

0
1

অভিযোগ জানাতে গিয়ে নাকি পুলিশের হাতেই নাকি মার খেতে হল অভিযোগকারীকে। ঘটনা নদিয়ার নাকাশিপাড়ার। এই বিষয়ে একটি ভিডিও ভাইরাল (Viral) হয়েছে। যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’।

অভিযোগ, বৃহস্পতিবার রাতে নাকাশিপাড়ার গোবিপুরের বাসিন্দা হাশেম শেখের বাড়িতে চুরি করতে যান দুই দুষ্কৃতী। কিন্তু হাতেনাতে ধরা পড়েন তাঁরা। তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এরপর নাকাশিপাড়া থানায় যান হাসেম শেখ। IC বিশ্বজিৎ ঘোষ (Biswajit Ghosh) তাঁদের দেখা করতে বলেন। অভিযোগ, দেখা করতে গেলে হাশেমদের সঙ্গে দুর্ব্যবহার করেন আইসি। অকথ্য গালিগালাজ এমনকী মারধর করা হয় বলেও অভিযোগ।

ঘটনা মোবাইলে ক্যামেরাবন্দি করতে গেলে বিশ্বজিৎ ঘোষ (Biswajit Ghosh) কেড়ে নেন বলে অভিযোগ হাশেমের। তাঁদের দাবি, এটাই প্রথম নয়, এর আগেও অভিযোগ জানাতে গেলে আইসি তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন আইসি। অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ কৃশানু রায় জানান, অভিযোগ পেয়েছেন। খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেবেন।