ধা.রালো অ.স্ত্রের কো.পে গড়িয়ায় তরুণীর হাতের শিরা কা.টল যুবক

0
3

লিভ ইন পার্টনারকে আচমকা ধারালো অস্ত্রের কোপ দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ, তরুণীর গলা ও হাতের শিরা কেটে দেয় প্রেমিক।আশঙ্কাজনক অবস্থায় তরুণীকে বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা গড়িয়া ষ্টেশন সংলগ্ন নতুনপাড়া এলাকার। ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত যুবক। ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম বাবু। আক্রান্ত তরুণী গড়িয়া ষ্টেশন লাগোয়া নতুনপাড়া এলাকায় বাবুর সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া থাকতেন। প্রতিবেশিরা জানাচ্ছেন, রোজ দু’জনের মধ্যে অশান্তি লেগে থাকত।
শুক্রবার রাতে ওই তরুণীকে রক্তাক্ত অবস্থায় দৌড়তে দেখা যায়। প্রাণ বাঁচাতে পাশের একটি বাড়িতে ঢুকে যায় সে।তাঁরাই তরুণীকে উদ্ধার করেন৷