পাকিস্তানের করাচির শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ড! মৃত অন্তত ১১, আটকে বহু

0
1

পাকিস্তানের(Pakistan) করাচিতে অবস্থিত এক শপিংমলে(Shoping Mall) ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের জেরে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। শুধু তাই নয় অগ্নিকাণ্ডের সময়ে মলটির ভেতরে ছিলের অসংখ্য মানুষ। তাঁদের বেশিরভাগই মলের ভেতর আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। ফলে উদ্বেগ বাড়ছে। ইতিমধ্যেই উদ্ধারকার্যে নেমেছে পাকিস্তানের দমকলবাহিনী(Fire Briged)।

পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ সূত্রে জানা গিয়েছে, করাচির রশিদ মিনহাস রোডে অবস্থিত আরজে শপিং মলে শনিবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকল বিভাগের তৎপরতায় অন্তত ৫০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে তবে আরও অসংখ্য মানুষ ওই মলের ভিতরে রয়েছেন। দ্রুত তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনায় ১১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন করাচির মেয়র মুরতাজা ওয়াহাব। পাশাপাশি আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে কীভাবে এইক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়।