সদ্য শেষ হয়েছে ২০২৩ আইসিসি একদিনের ক্রিকেট বিশ্বকাপ। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। গোটা টুর্নামেন্ট ভালো খেলেও ফাইনালে জয়ের মুখ দেখতে ব্যর্থ হয় টিম ইন্ডিয়া। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে রাহুল দ্রাবিড়ের ভবিষ্যৎ নিয়ে। কারণ বিশ্বকাপ পযর্ন্ত ভারতীয় দলের চুক্তি দ্রাবিড়ের। আর সূত্রের খবর, চুক্তি বাড়াতে রাজি নন দ্রাবিড়। তিনি ফিরতে পারেন আইপিএল-এর কোন দলে।

জানা যাচ্ছে, আইপিএল-এর কোন এক দলের সঙ্গে দ্রাবিড়ের যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, নিজের পুরনো আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের ডাগআউটে দেখা যেতে পারে তাঁকে। আবার শোনা যাচ্ছে ফিরতে পারেন আরসিবিতেও। তবে জোর জল্পনা দ্রাবিড়কে দেখা যেতে পারে লখনৌ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবে। সেক্ষেত্রে তিনি গৌতম গম্ভীরের ছেড়ে যাওয়া পদে বসতে পারেন। সদ্য গম্ভীর লখনৌ-এর দায়িত্ব ছেড়ে ফিরেছেন কলকাতা নাইট রাইডার্স শিবিরে। ক্যাপ্টন হিসেবে কেকেআরকে জোড়া খেতাব জেতানো গম্ভীরকে আসন্ন আইপিএল মরশুমে দেখা যাবে নাইটদের মেন্টর হিসেবে। সুতরাং, লখনউকে তাদের শূন্যপদ পূরণ করতে হবে খুব তাড়াতাড়িই। এক্ষেত্রে এলএসজি দ্রাবিড়কে পেতে ঝাঁপিয়েছে বলে জোড় খবর। এখন দেখার শেষমেশ দ্রাবিড় কোন দলের সঙ্গে যুক্ত হন।
আরও পড়ুন:ভারতীয় ক্রিকেটারদের নিয়ে কু.রুচিকর পোস্ট, হাসির কমেন্ট অজি অধিনায়কের, ক্ষু.ব্ধ নেটিজেনরা












































































































































