বড়বাজারে শাড়ির গুদামে বি.ধ্বংসী আ.গুন, ঘিঞ্জি এলাকায় সমস্যায় দ.মকল

0
2

ফের  বড়বাজারে আগুন। এবার কটন স্ট্রিটে একটি শাড়ির গুদামে বিধ্বংসী আগুন। দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নেভানোর জন্য লড়াই চালাচ্ছে। বিল্ডিং থেকে বের হওয়া কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। দমকলের ইঞ্জিনের সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে জানা গিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, একটি শাড়ির গুদামে প্রথমে আগুন লাগে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুর ২ টো নাগাদ বড়বাজারের কটন স্ট্রিট এলাকার ওই গুদামটিতে আগুন লাগে। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। আগুন যাতে আশপাশের বাড়িগুলিতে না ছড়ায় তার চেষ্টা চালাচ্ছে্ন দমকল কর্মীরা।

এবারই প্রথম নয়, মাঝে মধ্যেই বড়বাজারে আগুন লাগার খবর সংবাদ শিরোনামে আসে। চলতি বছরে জুন মাসেও বড়বাজারে একটি গুদামে আগুন লেগেছিল। মুচিপাড়া থানা এলাকার ১১ নম্বর প্রেমচাঁদ বড়াল স্ট্রিটে কলকাতা পুরসভার হিসেবে বসত বাড়ি বলে চিহ্নিত হলেও আদতে এখানে গয়নার কারখানা ছিল। ঘিঞ্জি গলির মধ্যে এই বাড়িতে সোনা, রূপোর গহনা তৈরি হত। কারখানার মধ্যে প্রচুর দাহ্য পদার্থ, রাসায়নিক মজুত ছিল। সেখান থেকেই আগুন লাগে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।

ওই কারখানার মধ্যে ঠাসা ছিল বিভিন্ন রাসায়নিক। বছর সাতেক আগেও সেখানে একবার আগুন লাগে। সেই সময় স্থানীয় বাসিন্দারা এখান থেকে কারখানা সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও বড়বাজার চত্বরে একটি প্লাস্টিকের কারখানায় আগুন লাগে। দমকলের চেষ্টায় তখনকার মতো আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।তবে শনিবার আগুন কী করে লাগল তা এখনও সঠিকভাবে জানা যায়নি। শাড়ির একটি গুদামে প্রথমে আগুন লেগেছে।