তৃণমূল কর্মী ভিকি যাদব (Vicky Yadav) খুনে নয়া মোড়। শনিবার সকালে তাঁর ভাড়াটে অভিষেক সাউয়ের (Abhishek Sau) দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জগদ্দলের পুরানি তালাব অঞ্চলে উদ্ধার একটি সুইসাইড নোট। তাতে লেখা, ‘আমি ভিকি যাদব খুনে যুক্ত নই! আমাকে মিথ্যা সন্দেহ করা হচ্ছে। আমি ভিকি এবং আকাশ যাদবের কাছে চললাম। ভাই মাকে দেখিস।’ এরপরই বাড়ছে ধোঁয়াশা।


পুলিশ সূত্রে জানা যাচ্ছে ভিকি খুনের ঘটনায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। বারবার তাঁর দিকে সন্দেহের আঙ্গুল উঠছে বলে অবসাদের জেরেই কি আত্মহত্যা? উঠছে প্রশ্ন। গত মঙ্গলবার দুষ্কৃতীদের গুলিতে নিহত হয় ভিকি যাদব। ২০২১ সালে জগদ্দলেই খুন হয় আকাশ যাদব নামে এক ব্যক্তি। সেই খুনের ঘটনার মূল সাক্ষী ছিলেন ভিকি যাদব বলে পুলিশ সূত্রে খবর। তদন্তকারীদের অনুমান, সেই মামলার কারণেই নৃশংসভাবে হত্যা করা হয়েছে কর্মীকে। এরপরই অভিষেককে ডেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু হয়। আজ সকালে তাঁরও মৃতদেহ উদ্ধার করল পুলিশ।






































































































































