সঙ্গিনীর খোঁজে দু’হাজার কিলোমিটার পার, তবু নিরা*শ ‘বাঘমামা’

0
1

পায়ে পায়ে দু’হাজার কিলোমিটার পথ পেরিয়ে রেকর্ড গড়ল বাঘ (Tiger)! মহারাষ্ট্রের বিদর্ভ (Vidarbha in Maharashtra)থেকে বাঘটি ৪ রাজ্য ঘুরে এসে পৌঁছেছে দক্ষিণ উড়িষ্যার পূর্বঘাট পর্বতমালায়। কিন্তু তবুও মনের মতো সঙ্গিনী মিলল না। তাড়োবা ব্যাঘ্রপ্রকল্পের ব্রহ্মপুরী জঙ্গলের (Brahmapuri forest of Taroba tiger project)ওই বাঘটি কয়েকদিন ধরেই নিখোঁজ ছিল। গলায় রেডিয়ো কলার পরানো ছিল না বলে বাঘটির অবস্থান চিহ্নিত করা যাচ্ছিল না। অবশেষে উড়িষ্যার মহেন্দ্রগিরি সংরক্ষিত বনাঞ্চলে সে ক্যামেরাবন্দি হয়েছে। মুখ-গায়ের কালো ডোরার ছোপ দেখে তাকে শনাক্তও করা গিয়েছে।

এর আগে ২০২৩ সালে মহারাষ্ট্রের বিদর্ভেরই টিপেশ্বর অভয়ারণ্য ছেড়ে প্রায় তিন হাজার কিলোমিটার হেঁটে রেকর্ড গড়ে ফেলেছিল একটি বাঘ। লক্ষ্য ছিল মনের মতো সঙ্গিনী খোঁজা। কিন্তু তা পাওয়া যায়নি। তবে সে তার মনের মতো সঙ্গিনী না খুঁজে পেয়ে আবার পুরনো এলাকাতেই ফিরে গিয়েছিল সে। এবার উড়িষ্যায় পৌঁছে যাওয়া তাড়োবার বাঘটি এ ক্ষেত্রে দ্বিতীয় দীর্ঘতম পথ অতিক্রম করে রেকর্ডগড়ল। বন্যপ্রাণ বিশেষজ্ঞরা বলছেন, বাঘটি মনের মতো সঙ্গিনীর খোঁজেই দীর্ঘপথ পাড়ি দিয়েছে। মহেন্দ্রগিরি এলাকায় মনের মতো সঙ্গিনী খুঁজে না পাওয়ায় বাঘটি ফের পরিযান শুরু করতে পারে বলেও মনে করা হচ্ছে।