‘সরাসরি মুখ্যমন্ত্রী’-তে অ.ভিযোগ, আরও ১৪ হাজার রাস্তা তৈরি ও মেরামতির সিদ্ধান্ত রাজ্যের

0
1

সরাসরি মুখ্যমন্ত্রী কর্মসূচিতে জমা পড়া অভিযোগের ভিত্তিতে রাজ্য সরকার আরও ১৪ হাজার রাস্তা তৈরি ও মেরামতির সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের পঞ্চায়েত দফতর এই রাস্তা সংস্কার ও নির্মাণের কাজ করবে। এই খাতে খরচ হবে প্রায় চার হাজার কোটি টাকা। চলতি বছরের শুরুতে ২২টি জেলায় ‘পথশ্রী-রাস্তাশ্রী’ প্রকল্পের মাধ্যমে ১২ হাজার কিলো মিটার রাস্তা নির্মাণের কাজ হয়েছে। ওই প্রকল্পের কাজ শুরু হলে চলতি আর্থিক বছরে সর্বকালীন রেকর্ড পরিমান রাস্তা তৈরির নজির তৈরি হবে বলে রাজ্য সরকারের দাবি। লোকসভা নির্বাচনের আগেই রাস্তা তৈরি কাজ শুরু করতে হবে।

একই সঙ্গে নবান্ন সূত্রে জানা গিয়েছে, ‘পথশ্রী- রাস্তাশ্রী’ প্রকল্পের মাধ্যমে চলতি বছরের প্রথম দিকে গ্রামের রাস্তা তৈরির সময় ১০০ দিনের কাজের প্রকল্পের নথিভুক্ত বা জব কার্ড ধারীদের-দের কাজ দেওয়া হয়েছিল, এবারেও ঠিক একই ভাবে এই ১৪ হাজার রাস্তা তৈরির ক্ষেত্রেও তাঁদের কাজ দেওয়া হবে। যেসব রাস্তার দাবি জানানো হয়েছে, তার মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান জেলার রায়না ২ ব্লকের বড়াবাইনাল গ্রাম পঞ্চায়েতের সুবলদহ রাসবিহারী মোড় থেকে ফতেপুর গ্রামের চার কিলোমিটার রাস্তা। পূর্ব মেদিনীপুরের চন্দ্রোকোণা ১ ব্লকের রামকৃষ্ণপুর ভীমতলা থেকে গোবিন্দপুর মেইন রোড। উত্তর দিনাজপুরের গোয়ালপোখর ২ ব্লকের জামিরাট থেকে গালিয়া পর্যন্ত ছয় কিলোমিটার রাস্তা। শিলিগুড়ির খড়িবাড়ি ব্লকের মানসা গ্রামের কৃষ্ণা ছেত্রীর বাড়ি থেকে অজয় মুন্ডার বাড়ি পর্যন্ত রাস্তা। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ১ ব্লকের দারিয়া গ্রাম পঞ্চায়েতের ঘোলাবাজার থেকে সাতমুখী বাজার পর্যন্ত একটি রাস্তা, যার দৈর্ঘ্য ১১ কিলোমিটার।

আরও পড়ুন- শীতের আমেজ গায়ে মেখে ইকোপার্কে শুরু রাজ্য হস্ত শিল্প মেলা