সপ্তাহের কর্মব্যস্ত দিনে ফের কলকাতার (Kolkata) রাস্তায় প্রকাশ্যে যুববকে কুপিয়ে খুনের অভিযোগ। শুক্রবার সাতসকালে কলকাতার চিৎপুরের (Chitpur) ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, নিহতের নাম শেখ দুলারা (২৯)। তিনি কাশীপুরের বাসিন্দা। শুক্রবার সকালে তাঁকে চিৎপুরের কেএল দাস রোডে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাঁকে উদ্ধার করে আরজি কর হাসপাতালে (R G Kar Hospital) নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এদিকে ঘটনার পরই পলাতক অভিযুক্ত। তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
পুলিশ আরও জানিয়েছে, এদিন চিৎপুরের রাস্তায় গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখা যায় শেখ দুলারাকে। তাঁর শরীরে আঘাতের ছাপ স্পষ্ট ছিল। সেই খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ। ইতিমধ্যে ঘটনায় জড়িত সন্দেহে এক জনকে আটকও করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বচসার জেরেই এমন দুর্ঘটনা। তবে ঠিক কী কারণে ওই যুবকের উপর হামলা চালানো হল তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে সপ্তাহের কর্মব্যস্ত দিনে এমন দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চিৎপুর এলাকায়।