এবার একবালপুরে বেআইনি নির্মাণ ভে.ঙে ফেলার নির্দেশ বিচারপতি সিনহা

0
1

লিলুয়ায় বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশের পর এবার একবালপুর। বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, লিলুয়ায় এক বেআইনি নির্মাণ ভেঙে ফেলার। শুক্রবার সেই একই নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। জানিয়ে দিলেন, যত পুলিশ প্রয়োজন ব্যবহার করে নির্মাণ ভাঙতে হবে। কোনওরকম বাধা আদালত বরদাস্ত করবে না। বিচারপতি সিনহা নির্দেশ দিয়েছেন, বাড়িটি ভেঙে ফেলার জন্য যত পুলিশ প্রয়োজন, তত পুলিশ নিয়ে যেতে হবে বাড়িটি ভাঙতে। যাতে কোনও ভাবেই কাজে বাধা না পড়ে।

কলকাতা পুরসভা এলাকার যে বাড়িটি ভাঙার নির্দেশ দিয়েছেন বিচারপতি সিংহ সেই বাড়িটি একবালপুর এলাকার ৭৭ নম্বর ওয়ার্ডে। নির্মাণটি বেআইনি বলে জানিয়ে বিচারপতি সিংহ নির্দেশ দেন, ‘‘১৮ ডিসেম্বরের মধ্যে ওই বেআইনি নির্মাণ ভাঙতে হবে। যত পুলিশ প্রয়োজন, তত পুলিশ নিয়ে নিয়ে যেতে হবে ওই নির্মাণ ভাঙতে। প্রয়োজনীয় বাহিনী দিতে হবে বন্দর এলাকার ডিসিকে।’’

এর আগেও পুজোর সময় বিধাননগর পুরসভার একটি বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। বৃহস্পতিবারের নির্দেশটিও প্রথমে দিয়েছিলেন বিচারপতি সিনহাই। লিলুয়ার ওই নির্মাণ ভেঙে ফেলার মামলায় বিচারপতি সিনহার সিঙ্গল বেঞ্চের ওই নির্দেশ বহাল রেখেছিল ডিভিশন বেঞ্চও। কিন্তু পরে গত ৪ সেপ্টেম্বর ওই নির্মাণ ভাঙতে গিয়ে বাধা পান বালি পুরসভার লোকজন। পুলিশের সাহায্য ছাড়া ওই নির্মাণ ভাঙা সম্ভব নয় জানিয়ে এর পর ফের মামলা হয় কলকাতা হাই কোর্টে। বৃহস্পতিবার সেই মামলার শুনানি হয় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। তিনিও একই নির্দেশ বহাল রাখেন।