শীত পড়েছে। সকাল সন্ধ্যায় শৈত্য প্রবাহে ট্রেন- বাসে জানলার কাঁচ নামিয়ে রাখতে হচ্ছে। সিলিং ফ্যান বন্ধ হয়েছে বেশ কয়েকদিন হল, এমনকি গতকাল রাত থেকে বাড়ির এসিও শীতঘুমে প্রবেশ করেছে। বাংলায় যখন পারদ পতনের ইঙ্গিত হিসেব মিলেছে, তখন প্রায় একই ছবি রাজধানীতেও (Winter in Delhi)। দিল্লি সহ উত্তর ভারত জুড়ে তাপমাত্রা কমতে শুরু করেছে। শুক্রবার সকাল থেকে রাজধানী দিল্লিতে কুয়াশা (Fog in Delhi)এবং দূষণের কারণে বাতাসের মান এখনও উন্নত হয়নি। জম্মু ও কাশ্মীরে (Jammu & Kashmir) ইতিমধ্যেই শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। পার্বত্য রাজ্যগুলিতে তুষারপাতের সঙ্গে বেশ জোরালো হাওয়া বইছে। আবহাওয়া দফতর বলছে, বৃহস্পতিবার সকালে এই মরসুমের সবথেকে বেশি শীত অনুভূত হয়েছে। দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম।








































































































































