বাথরুমে হা.র্ট অ্যা.টাক! প্র.য়াত বলিউড পরিচালক রাজকুমার কোহলি

0
3

শুক্রবার সকালেই বি টাউনে শোকের ছায়া। চলে গেলেন ‘জানি দুশমন’, ‘নাগিন’, ‘পতি পত্নি অউর তাওয়াইফ’ ছবির পরিচালক রাজকুমার কোহলি (Rajkumar Kohli)। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ৯৩ বছরের প্রবীণ পরিচালকের। সকালে দীর্ঘক্ষণ বাথরুমে থাকায় পরিবারের সন্দেহ হয়। দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন মাটিতে লুটিয়ে পড়েছেন কোহলি। বাথরুমে স্নান করতে-করতেই হার্ট অ্যাটাক হয়েছিল বলে জানান চিকিৎসক।

ষাটের দশকে বলিউডে কাজ করা শুরু করেন রাজকুমার। নাগিন, বাদলে কি আগ, নৌকর বিবি কা, রাজ তিলক, জানি দুশমন-এর মতো একাধিক ছবি পরিচালনা ও বেশ কিছু প্রযোজনাও করেছিলেন।সানি দেওল, অক্ষয় কুমার (Akshay Kumar) থেকে সোনু নিগমের (Sonu Nigam) মতো তারকাদের সঙ্গে কাজ করেছিলেন। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ বলিউডের। পরিবার সূত্রে খবর আজই বর্ষীয়ান পরিচালকের শেষকৃত্য সম্পন্ন হবে।