উত্তর ২৪ পরগনার আমডাঙা গ্রাম পঞ্চায়েতের প্রধান রূপচাঁদ মণ্ডল খুনের ঘটনায় ৮দিনের মাথায় গ্রেফতার আরও একজন অভিযুক্ত। জানা গিয়েছে, অভিযুক্ত আলমগীর শেখ ওরফে আফতাবকে বৃহস্পতিবার গভীর রাতে মুর্শিদাবাদের ডোমকল এলাকা থেকে গ্রেফতার করে আমডাঙা থানার পুলিশ। সে মুর্শিদাবাদের বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, ধৃত আফতাব বোমা বানানোর কাজে পারদর্শী। তার বানানো বোমা দিয়েই আততায়ীরা ঘটনার দিন পঞ্চায়েত প্রধানের উপর হামলা চালিয়েছিল।
এদিকে, বাংলাদেশে পালানোর ছক কষে ছিল আফতাব। কিন্তু তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। সবমিলিয়ে আমডাঙার পঞ্চায়েত প্রধান খুনের ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করল পুলিশ।
আরও পড়ুন:সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল ডিভিশন বেঞ্চেও! শর্তসাপেক্ষে ধর্মতলায় বিজেপিকে সভার অনুমতি হাই কোর্টের