অরিজিৎ সিং (Arijit Singh) নামটার সঙ্গে লক্ষ লক্ষ সঙ্গীত প্রেমীদের আবেগ জড়িয়ে আছে। তিনি মঞ্চে অনুষ্ঠান করতে গেলে দর্শকাসন কানায় কানায় পূর্ণ থাকে। হাজার হাজার টাকার টিকিট নিমিষে বিক্রি হয়ে যায়। সেই গায়ক কিনা গান গাইতে গাইতে আচমকা মঞ্চ থেকে নেমে পড়লেন? সম্প্রতি সমাজ মাধ্যমে (Social media) ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিও। যেখানে সেলিব্রেটি নয় একেবারে নিজের স্বভাবচিত স্টাইলে ধরা দিয়েছেন অরিজিৎ (Arijit Singh)। কিন্তু কেন গান থামালেন তিনি! কারণ জানলে অবাক হবেন।
গান গাইতে উঠে মঞ্চে আচমকাই এক ফ্যানকে দেখতে পান অরিজিৎ। ভিড়ের মাঝে তাঁকে চিনতে এতটুকু অসুবিধা হয়নি গায়কের। তাঁর সঙ্গে কথা বলতে গান থামিয়েই এগিয়ে আসেন অরিজিৎ। গান গাওয়ার মাঝেই শ্রোতার সঙ্গে খোশমেজাজে গল্পও করেন তিনি। আসলে আগের এক অনুষ্ঠানেও নাকি এসেছিলেন ওই শ্রোতা, তাই তাঁকে চিনতে পেরেছেন গায়ক। এবার তার হাতে মাইক্রোফোন তুলে দিয়ে গায়ক নিজে গিটার বাজাতে শুরু করেন। যা দেখে সকলের চমকে যান। অনুরাগীদের সঙ্গে অরিজিৎ সিং এমন ভাবে মিশে যেতে পারেন যে পাশের বাড়ির ছেলেটার সঙ্গে তাঁর কোন পার্থক্য থাকে না। এভাবেই নিজেকে মেলে ধরেছেন দেশের অন্যতম সেরা এই গায়ক। সম্প্রতি দুবাইয়ে একটি অনুষ্ঠানে গান গাইতে মঞ্চে উঠেছিলেন তিনি। সেখানে ‘দি আর্চিজ়’-এর ‘ইন রাহোঁ মেঁ’ গাওয়ার অনুরোধ আসে। গানটির ঝলক শুধুমাত্র প্রকাশ্যে এসেছে, গোটা গানটি এখনও রিলিজ হয়নি। কিন্তু ফ্যানেদের অনুরোধ ফেলে দেননি মুর্শিদাবাদের ছেলেটা। এভাবেই সাদামাটা জীবনে রংয়ের ছোঁয়া এনে দেন অরিজিৎ সিং। এবারেও ব্যতিক্রম হয়নি।