বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা অনুষ্ঠিত হল। নেতাজি ইন্ডোরের সভায় আগামী লোকসভা ভোটকে সামনে রেখে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আন্দোলনের পরবর্তী রূপরেখার নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো। স্টেডিয়ামে তিল ধারনের জায়গা নেই। নেতাজি ইন্ডোরের বৈঠকে তৃণমূলের ব্লক স্তর থেকে শুরু করে রাজ্য স্তরের নেতারা উপস্থিত ছিলেন। চোখের সমস্যার কারণে সেখানে সশরীরে হাজির থাকতে পারেন নি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।
এই সভায় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ১০০দিনের কাজ ও আবাসের পাওনার জন্য যতদূর লড়াই করা যায় করেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি নিয়ে গিয়েছিল।বিজেপিকে নিয়ে আতঙ্কের কারণ নেই। ২৯-এর মধ্যে ১৫টা রাজ্য বিজেপি নেই।মধ্যপ্রদেশ-মহারাষ্ট্রে কীভাবে বিজেপি ক্ষমতা দখল করেছে আপনারা দেখেছেন।আমাদের দেশে এমন দল আছে যাঁদের একজন সাংসদ আছে।আমরা লোক-রাজ্যসভা মিলিয়ে দ্বিতীয় বৃহত্তম দল।মমতা হারিয়েছেন সিপিএমকে , শূন্য করে দিয়েছেন।তিনি দেশে শূন্য করে বিজেপি মুক্ত করবেন ভারতকে।