গুস্কারা মাহাতা গ্রামের জমিদার পরিবারে ২০০ বছরের জগদ্ধাত্রী পুজো নিয়ে উচ্ছ্বসিত গ্রামবাসী 

0
1

গুস্কারা মাহাতা গ্রামের জমিদার পরিবারের জমিদার সুন্দর গোপাল মিত্র এর উদ্যোগে শুরু হওয়া এই জগদ্ধাত্রী পুজো প্রায় ২০০ বছর ধরে  আয়োজিত হয়ে আসছে। বর্তমানে তার  ছেলেদের উদ্যোগে এই পুজো প্রতিবছর অনুষ্ঠিত হয়। আগে এই পুজো গ্রামের জগদ্ধাত্রী বাড়িতে আয়োজিত হতো। কিন্তু এখন ওই বাড়ি ভেঙে যাওয়ার কারণে জমিদার বাড়ি সংলগ্ন ঠাকুর দালানে এই পুজো আয়োজিত হয়।

এই পুজোর বিশেষ বৈশিষ্ট্য  হল, এই পুজো দুই দিনে সম্পন্ন করা হয়। একদিন হয় ষষ্ঠী আর একদিন এ সপ্তমী অষ্টমী এবং নবমী পুজো একসাথে সম্পন্ন করা হয়। এছাড়া কুমারী পুজো করা হয় । এর পরের দিন দশমী পুজো করে জগদ্ধাত্রী মা কে বিসর্জন দেওয়া হয় এবং বিসর্জন এর পরে খাওয়া দাওয়ার আয়োজন করা হয় গ্রামবাসীদের নিয়ে।

মেনুতে থাকে খিচুড়ি, বাঁধাকপির তরকারি এবং মাছের টক। সর্বোপরি পুজোর এই কদিন জমিদার পরিবারের সকল সদস্য এবং গ্রামবাসী  একত্রিত হয়ে মাকে বরণ থেকে শুরু করে মায়ের বিদায় পর্যন্ত অনেক আনন্দ করে কাটান ।