আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সব সাংসদ, বিধায়ক, সর্বস্তরের রাজ্য শীর্ষ নেতৃত্ব, শাখা সংগঠনের শীর্ষ নেতা-নেত্রী, মুখপাত্রদের নিয়ে মেগা বৈঠক করবেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। উপস্থিত থাকার কথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও (Abhishek Bandyopadhyay)।
বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে গত বেশ কয়েক মাস ধরে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে প্রবল আন্দোলন চালিয়ে যাচ্ছে তৃণমূল। বছর ঘুরলেই লোকসভা নির্বাচনের দামামা বেজে যাবে। এই পরিস্থিতিতে মোদি সরকারের বিরোধিতায় আরও বেশি মাত্রায় জনমত সংগঠিত করতে ময়দানে নেমে পড়েছে তৃণমূল। BGBS শেষ হওয়ার পরদিনই বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের মেগা বৈঠক। দলনেত্রী কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে তৃণমূলের নেতৃত্ব থেকে কর্মীরা।
রাজ্য জুড়ে আন্দোলনের পাশাপাশি ফের দিল্লিতে যাওয়ার ডাক দিতে পারেন নেত্রী। সেখানে নিজের উপস্থিত থাকার কথা ঘোষণা করতে পারেন মমতা। কারণ আগেরবার পায়ের চোটের কারণে তিনি যেতে পারেননি। পাশাপাশি, কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে সরব হতে পারেন তৃণমূল সুপ্রিমো। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনেও এই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।