বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। নেতাজি ইন্ডোরের সভায় আগামী লোকসভা ভোটকে সামনে রেখে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আন্দোলনের পরবর্তী রূপরেখার নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো। স্টেডিয়ামে তিল ধারনের জায়গা নেই। নেতাজি ইন্ডোরের বৈঠকে তৃণমূলের ব্লক স্তর থেকে শুরু করে রাজ্য স্তরের নেতারা উপস্থিত ছিলেন।
এদিনের সভায় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, রবীন্দ্রনাথকে বিজেপি সম্মান জানাতে জানে না। বিশ্বভারতীর ফলক নিয়েও ওরা রাজনীতি করে।মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মেয়েদের সম্মান দিয়েছেন। বিজেপি শুধু ভোটের জন্য সবাইকে ব্যবহার করেছে, তাদের ধিক্কার।আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের জন্য অপেক্ষা করছি।
বিজেপি যেভাবে জোর করে আমাদের রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে।এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র আমরা নই।মমমতার নির্দেশে অভিষেকের নেতৃত্বে আমাদের আন্দোলন চলবে।