কর্মসংস্থান নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত সভায় সরব হলেন তিনি। তাঁর অভিযোগ, কেন্দ্র প্রাপ্য টাকা আটকে রাখা সত্ত্বেও, রাজ্যে উন্নয়ন এবং কর্মসংস্থান আটকে যায়নি। বরং গত কয়েক বছরে বাংলায় যে পরিমাণ কর্মসংস্থান হয়েছে, তা অন্যত্র হয়নি বলে এদিন দাবি করেন মুখ্যমন্ত্রী।
এদিনের সভায় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ৪-৫অক্টোবরের পর এই অধিবশেন। দিদি এখানে ধর্নায় বসেন।ইডি-সিবিআই দিয়ে ভারত চলে না।এখন সুপ্রিম কোর্টও তাই বলছে। নরেন্দ্র মোদি বলেছিলেন ২০০হয়েছে ৭০।পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল কিছু হয়নি।বিজেপি ইডি-সিবিআই-এর মাধ্যমে জোর খাটাচ্ছে।যখন ইমার্জেন্সি হয়েছে তখন বিরোধীদের জেলে পুরেছিল, এখন অঘোষিত ইমার্জেন্সি।সিপিএম আমলে মমতা বন্দ্যোপাধ্যায়কে মেরে ফেলার চেষ্টা করেছিল।নরেন্দ্র মোদির চোখে চোখ রেখে যিনি লড়তে পারেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়।