ফের চো.খে স.মস্যা অভিষেকের, BGBS সেরেই দেখতে গেলেন মমতা

0
1

ফের চোখে সমস্যা দেখা দিয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisekh Banerjee)। বুধবার, BGBS শেষ হওয়ার পরেই তাঁকে দেখতে তাঁর বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অতিরিক্ত সময় কনট্যাক্ট লেন্স পরে থাকার কারণেই অভিষেকের চোখে রক্ত জমাট বেঁধে গিয়েছে বলে তৃণমূল (TMC) সূত্রে খবর। আপাতত চোখের বিশ্রাম প্রয়োজন।

২০১৬-এ মুর্শিদাবাদের দলীয় কর্মসূচি থেকে ফেরার পথে সিঙ্গুরে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে একটি দুধের গাড়ির সঙ্গে ধাক্কা লেগে অভিষেকের গাড়ির। তাঁর বাঁ চোখে গুরুতর আঘাত লাগে। একাধিক বার অভিষেকের (Abhisekh Banerjee) বাঁ চোখে অস্ত্রোপচার হয়। ২০ অগস্ট আমেরিকা থেকে চোখের চিকিৎসা করিয়ে আসেন অভিষেক। ফের চোখে সমস্যা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের ব্লক থেকে শুরু করে রাজ্য স্তরের নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসবেন মমতা। সেই বৈঠকে থাকার কথা অভিষেকেরও। তবে তিনি থাকতে পারবেন কি না সে ব্যাপারে শাসকদলের তরফে কিছু জানানো হয়নি।