জয় দিয়ে অজিদের বিরুদ্ধে সিরিজ শুরু ভারতের, প্রথম টি-২০ ম‍্যাচে জয় পেল ২ উইকেটে

0
3

জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ ম‍্যাচের সিরিজের অভিযান শুরু করল ভারত। এদিন বিশাখাপত্তনমে সূর্যকুমার যাদবের নেতৃত্বে প্রথম টি-২০ ম‍্যাচ খেলতে নামে ভারতীয় দল। সেই ম‍্যাচে অজিদের বিরুদ্ধে এত উইকেটে জয় পেল টিম ইন্ডিয়া।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৮ রান করে অস্ট্রেলিয়া। অজিদের হয়ে দুরন্ত শতরান করেন জস ইংলিশ। ১১০ রান করেন তিনি। ৫২ রান করেন স্টিভ স্মিথ। স্টোইনিস করেন ৭ রান। ভারতের হয়ে একটি করে উইকেট নেন প্রশিদ্ধ কৃষ্ণা এবং রবি বিষ্ণোই।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় ভারত। ভারতের হয়ে দুরন্ত ইনিংস খেলেন অধিনায়ক সূর্যকুমার যাদব এবং ঈশান কিষাণ। ৫৮ রান করেন ঈশান। ৮০ রান করেন সূর্য। এদিকে ২১ রান করেন যশ্বসী জসওয়াল। শূন‍্যরান করেন ঋতুরাজ গায়কোওয়াড। ১২ রান করেন তিলক ভার্মা। ২২ রানে অপরাজিত রিঙ্কু সিং। রিঙ্কুর ঝড়ো ব‍্যাটিং-এর সুবাদেই জয় পেল টিম ইন্ডিয়া। অজিদের হয়ে দুটি উইকেট তানভীর সানঙ্ঘার। একটি করে উইকেট নেন জেসন ব্রেনডোফ, শর্ট এবং অ‍্যাবোর্টের।

আরও পড়ুন:কার জন‍্য বিশ্বকাপে ভারতীয় দলে প্রথম একাদশে জায়গা হয়নি অশ্বিনের? জানালেন নিজেই