‘খলিস্তানি জঙ্গি পান্নুনকে খুনের ছক ভারতের!’ মার্কিন রিপোর্টের কড়া জবাব দিল্লির

0
1

খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের দায় ভারতের উপর চাপিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সেই ঘটনায় কূটনৈতিক চাপানউতোরের মাঝেই এবার বিস্ফোরক দাবি করল আমেরিকা। সদ্য প্রকাশ্যে আসা এক মার্কিন রিপোর্টে দাবি করা হয়েছে, আমেরিকার মাটিতেই খলিস্তানি জঙ্গি গুরপতওয়ান্ত সিং পান্নুনকে খুনের ছক কষা হয়েছে, এবং এর নেপথ্যে রয়েছে ভারতীয় গুপ্তচর সংস্থা। মার্কিন এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর কড়া সুরে এর জবাব দিয়েছে নয়াদিল্লি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রের খবর, মার্কিন এই রিপোর্টের ভিত্তিতে হোয়াইট হাউসের তরফে নয়াদিল্লির কাছে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, আমেরিকার মাটিতে এক শিখ বিচ্ছিন্নতাবাদীকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। যদিও রিপোর্টে পান্নুনের নাম উল্লেখ করা হয়নি। কিন্তু এই ‘ষড়যন্ত্র’ নিয়ে নয়াদিল্লির কাছে উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা। এ প্রসঙ্গে ভারত সাফ জানিয়েছে, “রিপোর্ট পেয়ে আমরা হতবাক, উদ্বিগ্ন। এধরনের কাজ আমাদের নীতিবিরুদ্ধ।” তবে সরকার এনিয়ে তদন্ত করবে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি কানাডার মাটিতে একের পর এক খলিস্তানি নেতা খুন হয়েছে। যাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হরদীপ সিং নিজ্জর। খুনের ঘটনায় ভারতের দিকে আঙুল তুলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যদিও ভারত এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। এরই মাঝে আমেরিকার মাটিতে ‘ভারত বিরোধী’ খলিস্তানপন্থী পান্নুনকে খুনের চেষ্টার বিষয়টি সামনে এল। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।