“ওরা চার জনকে ঢোকালে ওদের আট জনকে জেলে ভরব”, বিজেপিকে হুঁ.শিয়ারি মমতার

0
1

একের পর এক মামলা দিয়ে তৃণমূলের হেভিওয়েট নেতা থেকে মন্ত্রী, বিধায়কদের জেলে পুড়ছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের তদন্তকারী সংস্থা ইডি-সিবিআই। যার শেষ সংযোজন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এবার গ্রেফতার নিয়ে মুখ খুললেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, “ওরা চার জনকে ঢোকালে ওদের আট জনকে জেলে ভরব।”

আজ, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের মেগা সভা ছিল। সেই সভা থেকে চড়া সুরে তৃণমূল সুপ্রিমো বলেন, “বালুকে জেলে নিয়ে গিয়েছে। এরা অনেক ডান্ডা খেয়েছে, অনেক লড়াই করেছে, আমার অনেক লড়াইয়ের সাথী। আমি বিশ্বাস করি না, এরা চোর। আমাদের চারজনকে জেলে ঢুকিয়েছে ষড়যন্ত্র করে। এবার ওদের আট জনকে জেলে ভরব। ওদের বিরুদ্ধে খুনের ঘটনা রয়েছে। ওদের নামে যা যা মামলা রয়েছে সব খুলব। মনে রাখবেন বিজেপির আয়ু আর তিন মাস। তারপর? তারপর কী হবে, সেটাও ভাবুন।” নেত্রীর এমন বক্তব্য শুনে ভরা নেতাজি ইন্ডোরে হাততালির রোল।

মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও সংযোজন, “আজ সিপিএম ও বিজেপি কোলবালিশ হয়ে ঘুরছে। সব হিসেব হবে। ওরা সব শূন্যই থাকবে। কেষ্ট-মানিক-বালুদের জেলে ঢুকিয়ে খুব হাসছো না? ভাবছো এটাই চলবে? মনে রেখো তোমরা যখন ক্ষমতায় থাকবে না, তখন তোমরা কোথায় থাকবে? তোমরা সব সেলে থাকবে। এরপর তিনি বলেন, বাইরে সব গদ্দাররা ঘুরছে, বলছে ওই দিন ইডি-সিবিআই যাবে। আর ওমনি ইডি-সিবিআই চলে যাচ্ছে। সব সিজ করে নিচ্ছে। কিন্তু কোনও সিজার লিস্ট দিচ্ছে না।”

এদিন দিল্লির ধরনা প্রসঙ্গ তুলে তৃণমূল সুপ্রিমো বলেন, ববি সেদিন বলছিল, দিদি কোমরটায় খুব ব্যথা হচ্ছে। আমি বললাম, কেন? তখন বলে, দিল্লিতে ধরনা দিতে গিয়ে ডান্ডার পর ডান্ডা খেয়েছে। বক্সিদাও ডান্ডা খেয়েছে। তারপর বালুকে নিয়ে গিয়েছে জেলে। ওখানে ডান্ডার পর ডান্ডা খেয়েছে। এরা অনেক লড়াই করেছে। এরা আমার অনেক লড়াইয়ের সাথী। আমাদের লড়াই এখনও চলছে। এখন আমরা আর চুপ করে থাকব না।

আরও পড়ুন:‘খলিস্তানি জঙ্গি পান্নুনকে খুনের ছক ভারতের!’ মার্কিন রিপোর্টের কড়া জবাব দিল্লির