অফিস থেকে বাড়ি ফেরার পথে ট্রেন দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। ব্যান্ডেল স্টেশনের (Bandel Station)কাছে ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ায় ব্যস্ত সময়ে হাওড়া-ব্যান্ডেল (Howrah Bandel Route) শাখায় ট্রেন চলাচল ব্যাহত। বৃহস্পতিবার সন্ধ্যা সন্ধ্যা ৭টা ১০ মিনিটে একটি লোকাল ট্রেন ব্যান্ডেল স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে ঢোকার সময় ওভারহেডের তার ছিঁড়ে পড়ে। এরপরই এক এক করে ট্রেন মাঝপথে থমকে যায়। একেই অফিস সেরে বাড়ি ফেরার ভিড় তার উপর চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের শোভাযাত্রা দেখার জন্য মানুষ ব্যান্ডেল বা বর্ধমান লোকালের উপর ভরসা করে আছে। এসবের মাঝেই রেল চলাচলে বিপত্তি।
আপ লাইনে গন্ডগোলের কারণে ব্যান্ডেলমুখী ট্রেনগুলির কোনওটি রিষড়া, কোনওটি কোন্নগর, কোনওটি শেওড়াফুলিতে দাঁড়িয়ে পড়ে। অনেকেই হাওড়া থেকে বিকল্প হিসেবে শেওড়াফুলি বা আরামবাগ লোকাল ধরে যতটা কাছাকাছি পৌঁছানো যায় সেই চেষ্টা করেন। স্বাভাবিকভাবেই ধীরে চূড়ান্ত নাকাল নিত্যযাত্রীরা। রেলের তরফে বলা হয় যে ৪৫ থেকে ৫০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। কিন্তু নিত্যযাত্রীরা বলছেন এখনও পর্যন্ত স্বাভাবিক হয়নি পরিষেবা।