দেবাংশী প্রোডাকশন হাউজের প্রথম বছরের জগদ্ধাত্রী পুজো বিশেষ শ্রেষ্ঠ প্রতিমা হিসেবে হৈমন্তিকা সন্মানে ভূষিত হলো বেনিয়াটোলা বন্ধুমহল।
ওনারা এই বছর জগদ্দল, ইছাপুর, শ্যামনগর এই তিনটি স্থানের মোট ৩০ টি পুজো কমিটির মধ্যে ৮ টি পুজো কমিটিতে প্রতিমা, মণ্ডপ, আলোকসজ্জা,পরিবেশ সমস্ত দিক থেকে সম্মানগুলি প্রদান করেলেন।
আগামী দিনে কলকাতায় তারা এই জগদ্ধাত্রী পুজো পরিক্রমা পরিকল্পনা নিয়ে আসতে চলেছেন।






































































































































