নেতাজি ইন্ডোরের সভায় কর্মসংস্থান নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভায় কেন্দ্রের বিরুদ্ধে ফের সরব হলেন তিনি। তাঁর অভিযোগ, কেন্দ্র প্রাপ্য টাকা আটকে রাখা সত্ত্বেও, রাজ্যে উন্নয়ন এবং কর্মসংস্থান আটকে যায়নি। বরং গত কয়েক বছরে বাংলায় যে পরিমাণ কর্মসংস্থান হয়েছে, তা অন্যত্র হয়নি বলে এদিন দাবি করেন মুখ্যমন্ত্রী।
এদিন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য বলেন, ওদের কোনও কাজ নেই। সকাল হল বেরিয়ে পড়, খেলা হবে।বিজেপির ১৮টা উইকেট, আপনারা বল করবেন, দেখবেন সব কটা উইকেট পড়বে। রাজ্যের প্রাপ্য আটকে দিয়ে কিছু করতে পারবে না, দিবাস্বপ্ন দেখছে বিজেপি।
৩৪বছরের বামফ্রন্টকে যে সরিয়েছে সেই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকেও হটাবেন।গ্যাস, চালের দামের কমবে না, রামের নামে নেশা করছে। রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখে ভাবছে বিপাকে ফেলবে।আসলে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে এভাবে পিছনে লাগছে।