সিবিআই তদন্তের দাবিতে অনড়! ফের হাই কোর্টের দ্বারস্থ ছাত্রনেতা আনিস খানের পরিবার

0
1

ফের সিবিআই (CBI) তদন্তের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হাওড়ার (Howrah) নিহত ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) পরিবার। প্রথম থেকেই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানালেও কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা সেই আবেদন খারিজ করে দিয়েছিলেন। আদালত সাফ জানিয়ে দেয়, এখনই এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের কোনও প্রয়োজন নেই। এরপরই তদন্তভার তুলে দেওয়া হয় সিআইডির (CID) হাতে।

সম্প্রতি এই মামলায় চার্জশিট ফাইল করেছে সিআইডি। কিন্তু তাতে অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ আনিসের পরিবারের। আর সেকারণেই মৃত ছাত্র নেতার পরিবার চায়, তাঁদের দায়ের করা মামলাটির পুনরায় শুনানি হোক। হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন জানালে তিনি জানান, আগামী ১ ডিসেম্বর এই মামলার শুনানি হবে। উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারি মাসে বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় ছাত্র নেতা আনিসের। আনিসের মৃত্যু স্বাভাবিক না কি খুন, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এরপর রাজ্য সরকারের তরফে সিট গঠন করে তদন্ত শুরু করা হলেও সিবিআই তদন্তের দাবি জানায় পরিবার। আদালতে তা নিয়ে মামলা হলেও আনিসের পরিবারের সিবিআই তদন্তের দাবি ধোপে টেকেনি।