চোখে তীব্র সমস্যা। চোখ থেকে রক্ত বেরিয়েছে। সেই কারণেই সশরীরে বৃহস্পতিবার তৃণমূলের মেগা বৈঠকে উপস্থিত থাকতে পারলেন না তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisekh Banerjee)। ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন তিনি। বক্তব্যের শেষে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, “অভিষেকের চোখ থেকে রক্ত বেরিয়েছে। অসুস্থ।“

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে হয় তৃণমূলের মেগা বৈঠক। লোকসভা ভোটের আগে দলে রণকৌশল স্থির করে দিলেন তৃণমূল সভানেত্রী। লড়াইয়ের রূপরেখারও বেঁধে দেন তিনি। সেখানেই জানান, চোখের সমস্যা, তাই সভায় আসতে পারেননি অভিষেক। মমতা বলেন, “অভিষেক আপনাদের নমস্কার জানিয়ে চোখ দেখাতে হাসপাতালে গিয়েছে”। বুধবার, BGBS শেষ হওয়ার পরেই তাঁকে দেখতে তাঁর বাড়িতে যান মমতা। অতিরিক্ত সময় কনট্যাক্ট লেন্স পরে থাকার কারণেই অভিষেকের চোখে রক্ত জমাট বেঁধে গিয়েছে বলে তৃণমূল (TMC) সূত্রে খবর। আপাতত চোখের বিশ্রাম প্রয়োজন।

একইসঙ্গে তৃণমূল সুপ্রিমো জানালেন, অন্য রাজনৈতিক দলের স্বচ্ছ ভাবমূর্তির কর্মীরা যদি তৃণমূলে আসতে চান, তাহলে দলে নেওয়া হতে পারে। তবে, সেক্ষেত্রে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির অনুমতি নিতে হবে বলে জানান মমতা। এরপরই আপাতত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিশ্রামে থাকবেন বলে ইঙ্গিত দেন দলনেত্রী।






































































































































