ফের কমল কলকাতার তাপমাত্রা! রাজ্যে জাঁকিয়ে শীত কবে? বড় আপডেট হাওয়া অফিসের

0
2

ফের কলকাতায় (Kolkata) কুড়ির ঘরে নামল পারদ (Temperature)। বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আবহাওয়া দফতর (Weather Office) জানিয়েছে, আগামী কয়েকদিন রাজ্যে শীতের (Winter) আমেজ বাড়বে। পাশাপাশি হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ১৫ ডিগ্রিতে নামবে পারদ। অন্যদিকে, আগামী ৩-৪দিনে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সপ্তাহান্তে পারদ আরও নামার সম্ভাবনা রয়েছে।

তবে এখনই জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বুধবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে এদিন এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। পাশাপাশি হিমালয় সংলগ্ন জেলাগুলির রাতের তাপমাত্রারও সেরকম পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। বুধবার সকালে আবহাওয়া দফতরের দেওয়া দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন ও বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া পরিষ্কার ও শুকনো থাকবে। পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। মঙ্গলবার যা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ৫০ শতাংশ।