ফের রক্তাক্ত হল কাশ্মীর। নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই। সূত্রের খবর, রাজৌরি জেলার বাজিমল জঙ্গলে জঙ্গিরা লুকিয়ে আছে, এই খবর পেয়ে বুধবার সেখানে অভিযান চালায় সেনা ও পুলিশের যৌথ বাহিনী। বাহিনীর সদস্যদের দেখে গুলি চালাতে থাকে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় বাহিনীও। জঙ্গিদের গুলিতে এক মেজর ব়্যাঙ্কের কর্তা এবং এক জওয়ান শহিদ হয়েছেন বলে জানা গিয়েছে। আরও এক জওয়ান গুরুতর আহত হয়েছেন বলে খবর। তাঁকে নিকটবর্তী সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায়, রাজৌরি জেলার ধর্মশালের বাজিমাল এলাকায় লুকিয়ে রয়েছে কয়েকজন জঙ্গি। সেই মতো ওই এলাকায় অভিযান চালায় জম্মু ও কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনী। জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছতেই জঙ্গিরা গুলি চালাতে থাকে, এরপর শুরু হয় এনকাউন্টার। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও গুলির লড়াই চলছে। ঘটনাস্থলে এখনও অন্তত দুইজন সন্ত্রাসবাদী আটকে আছে বলে জানিয়েছে যৌথ বাহিনী।
আরও পড়ুন- তাজপুর নিয়ে বিজেপির মি.থ্যাচারের জ.বাব দিলেন কুণাল




 
 
 
 
































































































































