বিভিন্ন দিক নিয়েই উল্লেখযোগ্য সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। বুধবার, BGBS-এর শেষদিনে চমক লাগানো মউ স্বাক্ষর হল ধনধান্য স্টেডিয়ামে। বাংলায় আসছে নয়া স্বাদের নরম পানীয়। এদিন, লক্ষ্মী চা সংস্থার সঙ্গে কোকাকোলার মউ স্বাক্ষরিত হয়। তৈরি করা হবে বাংলায় চা ভিত্তিক নরম পানীয়।
এদিন, BGBS-এর মঞ্চে দাঁড়িয়ে বাংলার উন্নয়ন নিয়ে দরাজ সার্টিফিটেক দিলেন লক্ষ্মী চা সংস্থার কর্ণধার রুদ্র চট্টোপাধ্যায়। তিনি জানান, বাংলায় নব্বই মিলিয়ন টুরিস্ট এসেছেন। বার্ষিক বৃদ্ধি প্রায় ১৩ শতাংশ বেড়েছে। রুদ্রর মতে, পর্যটক আসার ফলে রাজ্যের রাজস্ব বৃদ্ধি পেয়েছে। পুজো সময় পর্যটন শিল্পে প্রায় ৮০ হাজার কোটি টাকার কাছাকাছি লাভ হয়েছে।
ডেস্টিনেশন ওয়েটিং-এর জন্য বাইরে থেকেও লোকে বাংলার বিভিন্ন প্রান্ত বেছে নিচ্ছেন বলে জানান লক্ষ্মী চা সংস্থার কর্ণধার। ১ মিলিয়ন টুরিস্ট এলেও যাতে কোনও সমস্যা না হয় সেই লক্ষ্যে বিমানের সহজলভ্যতা নিয়ে আলোচনা করছে রাজ্য সরকার। রুদ্র জানান, পর্যটন থেকে এই বছরে প্রায় ১.৫ হাজার কোটি টাকা এসেছে। আগামী বছর ৫ হাজার কোটি টাকার আশা করা হচ্ছে বলে মত লক্ষ্মী চা সংস্থার কর্ণধার।