শহরের অভিজাত বহুতল থেকে পড়ে দশম শ্রেণির ছাত্রীর র.হস্য মৃ.ত্যু

0
2

ফের কলকাতার (Kolkata) অভিজাত আবাসনের ২০ তলা থেকে পড়ে মৃত্যু হল দশম শ্রেণীর এক ছাত্রীর। ঘটনা মানিকতলা থানা এলাকার উল্টোডাঙায় (Ultodanga)। মৃতের নাম নিশিকা বৈদ (১৫)। নিউটাউনের ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রী ওই কিশোরী। বহুতলের নীচে তার রক্তাক্ত দেহ দেখতে পান আবাসনের নিরাপত্তারক্ষীরা। কিশোরীকে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখনও ধরে প্রাণ ছিল। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় ছাত্রীর। নিছক দুর্ঘটনা,আত্মহত্যা নাকি অন্য কোনও কারণ রয়েছে? তদন্তে নেমেছে মানিকতলা থানার পুলিশ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা।

 

পুলিশ সূত্রে খবর, ব্যবসায়ী পরিবারের একমাত্র সন্তান নিশিকা। উল্টোডাঙার ওই অভিজাত আবাসনের ২০ তলার বাসিন্দা তাঁরা। আবাসনের অন্যান্য বাসিন্দাদের সঙ্গে কথা বলে তদন্তকারীরা জানতে পেরেছেন, রোজই বিকেলে ওই কিশোরী আবাসনের নীচে নামত। বহুতলের চত্বরে থাকা পার্কে সমবয়সিদের সঙ্গে খেলাধুলোও করত। এমনকী সাইকেল চালাতে ভালোবাসত। তদন্তে জানা গিয়েছে, ঘটনার দিন সন্ধ্যায় দাদু-দিদার ঘরেই ছিলেন ওই কিশোরী। তার জানালায় কোনও গ্রিল নেই। সামনের ব্যালকনির রেলিংও যথেষ্ট নিচু। কিন্তু কীভাবে ওই ছাত্রী সেখান থেকে পড়ে পড়লেন, তা নিয়ে এখন রহস্য দানা বেঁধেছে। পরিবারের লোকজন পুলিশকে জানিয়েছেন, অসাবধানতার জেরেই নীচে পড়ে যায় তাঁদের মেয়ে।