বাংলার ইন্টারনেট কেবল ল্যান্ডিং পলিসিকে কাজে লাগিয়ে রাজ্যে বিনিয়োগের আশা

0
1

তথ্য প্রযুক্তি ক্ষেত্রে এগিয়ে চলেছে বাংলা। BGBS-এর দ্বিতীয় দিনে ওয়েবেলের চেয়ারম্যান (Chairman of Webel) আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Banerjee) এদিন তথ্য প্রযুক্তি ক্ষেত্রের প্রতিনিধিত্ব করেন। তিনি বলেন আজকের সেশনে আইটি ক্ষেত্রে (IT Sector)ভিড় চোখে পড়ার মতো। বাংলায় প্রযুক্তিগত উন্নয়ন সকলের নজর কাড়ছে। স্বল্প মূল্যের স্টার্ট আপ সংস্থা থেকে বড় বড় কোম্পানির মালিকরা আজ বাংলায় বিনিয়োগের কথা ভাবছে। ৩০ জন বক্তা আজ বাংলার আইটি উন্নয়নের অংশ হতে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানান আলাপন। সরকারের উচ্চ পদস্থ কর্তারা ছাড়াও শেখর শর্মা (CEO and Managing Director NTT Global Data Centre and Cloud Infrastructure India Pvt Ltd) একটি বড় প্রেজেন্টেশন দেন বলে জানা যায়। অন্যান্যরাও বাংলাকে সম্ভাবনাময় ডেটা সেন্টারের তালিকায় ফেলেছেন বলে নিজের বক্তব্যে উল্লেখ করেন আলাপন।

সপ্তম বাণিজ্য সম্মেলনে আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, ইকোসিস্টেম নিয়ে বিভিন্ন স্টার্ট আপ কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে। আইটি ক্ষেত্রে পোল্যান্ড ও জাপান বাংলায় বিনিয়োগ করতে আশাবাদী। এর সঙ্গে বাংলায় হাই স্পিড ইন্টারনেটের সুবিধা দিতে টেলিকম কোম্পানিগুলি এগিয়ে এসেছে। বাংলার ইন্টারনেট কেবল ল্যান্ডিং পলিসি এক্ষেত্রে কার্যকরী হতে চলেছে। পাশাপাশি ইলেক্ট্রনিক্স এবং হার্ডওয়ার ও সফটওয়ার সেগমেন্টে বিনিয়োগ আসবে বলেও এদিনের কনফারেন্সে জানান আলাপন বন্দ্যোপাধ্যায়।