সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষদিনেই কেন্দ্রের এজেন্সিরাজ নিয়ে প্রবল ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এজেন্সি দিয়ে রাজ্যের উন্নতি আটকে দেওয়ার চেষ্টা করছে মোদি সরকার। অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি, মোদির ক্যাশলেস ইকোনমি নিয়ে তুলোধনা করেন মমতা।
এদিন ধনধান্য প্রেক্ষাগৃহে BGBS-এর শেষদিনে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) অভিযোগ, “বাংলার উন্নয়নে বাধা দিচ্ছে বিজেপি।“ তিনি বলেন, তাঁর কথায়, “আমি এটা মানতে পারি না ব্যবসায়ীরা দেশ ছেড়ে চলে যাচ্ছেন। তাঁরা ভয়তে থাকেন কখন এজেন্সি এসে তাঁদের গলা টিপবে। এভাবে ভয়ে বাঁচা যায় না। ব্যবসাও করা যায় না। এ জিনিস বন্ধ হওয়া দরকার। কেন্দ্র-রাজ্য সম্পর্ক নিয়েও তাঁর খেদের কথা ব্যক্ত করেন তিনি।“
মুখ্যমন্ত্রীর দাবি, ক্যাশলেস ইকোনমি কর্মসংস্থান তৈরি করতে পারে না। সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে অবগত ব্যক্তিরা প্রশ্ন করছেন, এর মাধ্যমে মোদি সরকারের ডিজিটাল প্রোগ্রামকেই কি তোপ দাগলেন তিনি? এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, ভারতে কর্মসংস্থান কমেছে। কিন্তু বাংলায় কর্মসংস্থান বেড়েছে। “বেঙ্গলে ৪২ শতাংশ কর্মসংস্থান বেড়েছে, যখন দেশে ৪০ শতাংশ কর্মসংস্থান কমেছে।“