উত্তরকাশীতে আশার আলো: আগার ড্রিলিং মেশিন ১৮ মিটার পেরোলেই উদ্ধার পাবেন ৪১ শ্রমিক

0
1

১২ দিন পর অবশেষে আশার আলো দেখা গেল উত্তরকাশীতে। উত্তরাখণ্ড টানেল থেকে উদ্ধার পেতে আর ১৮ মিটার খনন বাকি বলে জানালো উদ্ধারকার্যে যুক্ত আধিকারিকরা। জানা গিয়েছে, প্রায় ৬৭ শতাংশ আগার মেশিনে ড্রিলিং সম্পন্ন হয়েছে। বুধবার থেকে শুরু হয়েছে ভার্টিকাল ড্রিলিং। সবকিছু ঠিক থাকলে আর ঘণ্টা ১৫ লাগতে পারে ৪১ জন শ্রমিককে উদ্ধার করতে। ইতিমধ্যেই ৪১ টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে ঘটনাস্থলে। ১৫ জন চিকিৎসকের একটি দলও মোতায়েন করা হয়েছে। কন্ট্রোলরুমে প্রস্তুত করা হয়েছে আট শয্যার হাসপাতাল। একটি হেলিকপ্টারকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামিও রওনা দিয়েছেন ঘটনাস্থলের উদ্দেশ্যে।

প্রশাসন বর্তমানে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করতে ড্রিল করার জন্য পাঁচ দফা পরিকল্পনা করেছে বলে জানা গিয়েছে। কেন্দ্রের দেওয়া পরিকল্পনা অনুসারে, পাহাড়ের তিনটি ভিন্ন পয়েন্ট থেকে উল্লম্ব ভাবে ড্রিলিং শুরু হবে, যাতে শীঘ্রই আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছান যায়। উদ্ধারকারী দলের তরফে জানা গেছে ,সিল্ক্যাড়ায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার, টেলিস্কোপিক পদ্ধতি ব্যবহার করে দেখার পর, ধ্বংসস্তূপের মধ্য দিয়ে বিছানো ৯০০-মিমি ব্যাসের ইস্পাত পাইপের মধ্য দিয়ে ৮০০ মিমি ব্যাসের ইস্পাত পাইপগুলিকে ধাক্কা দেওয়ার পরে অগার মেশিনটি আবার চালু করা হয়েছে । সেই অনুযায়ী কাজ শুরু করেছেন আধিকারিকেরা ।

উল্লেখ্য, প্রায় ১২দিন ধরে ভিতরে আটকে থাকা ৪১ জন শ্রমিককে উদ্ধারের জন্য পথ প্রস্তুত করতে সিল্কিয়ারা টানেলে আমেরিকান অগার মেশিনের সাথে ড্রিলিং পুনরায় শুরু হয়েছে। উদ্ধারকারী দলের তরফে পাওয়া তথ্য অনুযায়ী ধ্বংসস্তূপের মধ্য দিয়ে এখনও ৩২ মিটার পর্যন্ত ৮০০ মিটার ব্যাসের স্টিলের পাইপ ঢোকানো হয়েছে। শুক্রবার থেকে সুড়ঙ্গে খনন কাজ স্থগিত করা হয়েছিল , অগার মেশিনটি একটি শক্ত বস্তুতে আঘাত করার পর তা ড্রিলিং করা বন্ধ করে দেয়। এদিকে সিল্কিয়ারা নির্মাণাধীন ট্যানেলের দুর্ঘটনার পর বিজেপি শাসিত উত্তরাখণ্ড সরকার রাজ্য মালিকানাধীন এনএইচএআই এর নির্মাণাধীন সব ২৯টি টানেলের সেফটি অডিট করবে বলে বিবৃতি দিয়েছে ।