কাকে ভোট দিয়েছেন? উত্তর পছন্দ হলেই মিলছে গ্রামবাসীদের জল ভরার অনুমতি

0
1

পরাজয়ের সম্ভাবনায় আতঙ্কগ্রস্ত বিজেপি। মধ্যপ্রদেশে বিধানসভার ভোট গ্রহণ পর্ব শেষ হতেই প্রত্যন্ত এলাকায় সন্ত্রাস শুরু করেছে গেরুয়া দলের নিচু স্তরের নেতা ও কর্মীরা। প্রশাসনিক আধিকারিকরা অশোকনগর জেলায় শান্তিপূর্ণভাবে ভোট পরিচালনা করেছেন। কিন্তু ভোটের দু’দিন পরেই চান্দেরি তহসিলের মুঙ্গাওয়ালি বিধানসভার নয়াখেদা গ্রাম থেকে যে ছবি সামনে এসেছে তা সত্যিই মর্মান্তিক। সরকারি জলের কল থেকে জল নিতে বাধা দেওয়া হচ্ছে গ্রামবাসীদের। জল নিতে গেলে প্রশ্ন করা হচ্ছে কাকে ভোট দিয়েছেন? উত্তর পছন্দসই হলে তবেই মিলছে জল নেওয়ার অনুমতি।

মধ্যপ্রদেশের নয়াখেদা গ্রামটি চান্দেরি তহসিল সদর দফতর থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে অবস্থিত, যা মুঙ্গাওয়ালি বিধানসভার অধীনে আসে। এটি জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী ব্রিজেন্দ্র সিং যাদবের এলাকা। ভোট দেওয়ার পর এখানকার গ্রামবাসীরা প্রতিটি ফোঁটা জলের জন্য আকুল। জল সংকটে ভুগছেন এমন গ্রামীণ নারীরা বলছেন, নির্বাচনের দিন থেকেই মানুষ আমাদের জল ভরতে দিচ্ছে না… যখনই আমরা জল ভরতে যাই, তারা আমাদের শপথ করিয়ে জিজ্ঞেস করে, আপনারা কাকে ভোট দিয়েছেন? এটা জানার পরেই আমরা জল ভরতে দেব। তাকে যখন প্রশ্ন করা হয় কোন দলের লোকজন এভাবে কথা বলছে? তিনি বলেন, লোকে বলে আপনি ফুলে ভোট দেননি…তাই আমরা আপনাকে জল ভরতে দেব না। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, শুধু একটি বিশেষ সম্প্রদায়ের লোকজনকে এভাবে হয়রানি করা হচ্ছে। এমনকি সরকারি জলের কল থেকেও জল নিতে দেওয়া হচ্ছে না তাদের, যার জেরে ক্ষুব্ধ গ্রামবাসীরা।