ফের যোগীরাজ্য উত্তরপ্রদেশ। প্রকাশ্য রাস্তায় ধর্ষিতাকে তাড়া করে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করল ধর্ষক ও তার ভাই। অসহায়ের মতো এই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল পথচারীরা। খুনের পর ‘বীরদর্পে’ এলাকা ছাড়ল খুনিরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কৌশাম্বিতে। ঘটনার পর পুলিশে খবর দেন পথচারিরা। এরপর পুলিশ এসে উদ্ধার করে ধর্ষিতার দেহ। প্রকাশ্য রাস্তায় এই খুনের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে উত্তর প্রদেশের আইনশৃঙ্খলার করুণ অবস্থাটা।

পুলিশের তরফে জানা গিয়েছে, এই খুনের ঘটনায় মূল অভিযুক্ত দুই ভাই পবন নিশাদ এবং অশোক নিশাদ। একাধিক মামলায় অভিযুক্ত এই দুই জন। বছর তিনেক আগে ওই তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল পবনের বিরুদ্ধে। যার জেরে দায়ের হয়েছিল মামলা। এরপর থেকে ওই তরুণী ও তাঁর পরিবারকে নানা ভাবে উত্তক্ত করত পবন ও তাঁর সঙ্গীরা। এমনকি মামলা তুলে নেওয়ার জন্য নানা ভাবে চাপ দেওয়া হয় তরুণীর ও তাঁর পরিবারকে। যদিও কোনওরকম হুমকির কাছে মাথা নত করেননি তরুণী।
এরপর দিন দুয়েক আগে এক খুনের মামলায় জামিনে ছাড়া পান পবনের ভাই অশোক। পবনও সম্প্রতি জেল থেকে মুক্তি পেয়েছে। জেল থেকে ছাড়া পেয়ে ওই তরুণীর বাড়িতে যায় দুই ভাই। রীতিমতো হুমকি দিয়ে জানানো হয়, ধর্ষণের মামলা না তুললে খুন করা হবে। যদিও পাল্টা ওই তরুণী ও তাঁর পরিবার জানিয়ে দেয় কোনও ভাবেই মামলা তুলবেন না তাঁরা। পুলিশের তরফে জানা যাচ্ছে, মঙ্গলবার গ্রামের মাঠে গরু চরাতে গিয়েছিলেন তরুণী। সেখান থেকে বাড়িতে ফেরার সময় তাঁর পথ আটকে দাঁড়ায় পবন এবং অশোক। বিপদ বুঝে তরুণী পালানোর চেষ্টা করতেই তাঁকে তাড়া করে দুই ভাই। তার পর প্রকাশ্য রাস্তায় কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করা হয়। ঘটনার সময় রাস্তায় লোকজন থাকলেও তরুণীকে বাঁচানোর সাহস দেখায়নি কেউ। খুনের পর নিশ্চিন্তে এলাকা ছাড়ে দুই অভিযুক্ত। পবন এবং অশোকের খোঁজে তল্লাশি শুরু করে উত্তরপ্রদেশ পুলিশ। তবে এই ঘটনা আরও একবার প্রশ্ন তুলে দিল যোগী রাজ্য উত্তরপ্রদেশে মহিলাদের নিরাপত্তা নিয়ে।












































































































































